আবাসিক হোটেলে মিলল কর্মচারীর ঝুলন্ত মরদেহ
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সালাহউদ্দিন। ফাইল ফটো
চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ভাই ভাই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) এ তথ্য জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া।
এর আগে, গত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম সালাহউদ্দিন (৩০)। তিনি ওই হোটেলের কর্মচারী ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ৩টায় আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষে প্রবেশ করেন সালাহউদ্দিন। পরে রাত ১১টা পার হলেও তিনি কক্ষ থেকে বের হননি। একপর্যায়ে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে জানানো হয়। গভীর রাতে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সালাহউদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ওসি বাহার মিয়া বলেন, ‘‘সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা বেঁধে ফাঁস দেওয়া অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’’
ঢাকা/অমরেশ/রাজীব