ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিষ্টিতে তেলাপোকা: হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ৯ নভেম্বর ২০২৫  
মিষ্টিতে তেলাপোকা: হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের নামী প্রতিষ্ঠান হাইওয়ে সুইটসের মিষ্টির মধ্যে তেলাপোকা এবং কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের কারণে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে নগরীর লালখান বাজারের হাইওয়ে সুইটসের কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

আরো পড়ুন:

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযান শেষে ফয়েজ উল্লাহ সাংবাদিকদের জানান, হাইওয়ে সুইটসের মিষ্টির শিরায় মরা তেলাপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগে হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানা তাৎক্ষণিক আদায় করে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

ঢাকা/রেজাউল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়