ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১৬ নভেম্বর ২০২৫  
সাভারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকার সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ নাশকতা করা হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও বাস-সংশ্লিষ্টদের বরাত দিয়ে সাভার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম বলেছেন, রাত ৩টা ৪৪ মিনিটের দিকে আমরা বাসে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হনিনি। তবে, আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, আমরা যখন গিয়েছি, তখন বাসে আগুন জ্বলছে। স্থানীয়রা আমাদের যেটি জানিয়েছেন, কেউ হয়ত বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। বাসটি সেখানে দাঁড় করিয়ে রাখা ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রাতে বাসটি ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার সার্ভিস লেনে পার্ক করা ছিল। রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়ার বক্তব্য জানা যায়নি।

ঢাকা/সাব্বির/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়