ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪৬, ১৬ নভেম্বর ২০২৫
বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন: ছাত্রলীগকর্মী গ্রেপ্তার 

বরগুনার সার্কিট হাউসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার মামলায় ছাত্রলীগকর্মী রায়হানকে (২০) গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কালিরতবক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী রায়হান কালিরতবক এলাকার নিজাম হাওলাদারের ছেলে।

আরো পড়ুন:

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব আলী রাইজিংবিডিকে বলেন, ‘‘জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় সরাসরি জড়িত ছিল ছাত্রলীগের সক্রিয় কর্মী রায়হান। তাকে আদালতে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া চলমান আছে।’’

গত বুধবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে বরগুনার সার্কিট হাউস মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। পরের দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজাকে প্রধান আসামি করে ১০ জনের নামে মামলা করে পুলিশ। এ মামলায় রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।
 

ঢাকা/ইমরান/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়