ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুকসুদপুরে সংবাদ সম্মেলনে করে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:৫৭, ১৬ নভেম্বর ২০২৫
মুকসুদপুরে সংবাদ সম্মেলনে করে আওয়ামী লীগের ৩ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতা একযোগে পদত্যাগ করেছেন। রবিবার (১৬ নভেম্বর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন- গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সাইফুল কাজী, সহ-সভাপতি কাজী হুমায়ন কবির ও শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক আলমগীর শেখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আজ থেকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি নিলাম। ভবিষ্যতে আর কখনো আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। তবে, দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখব। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি—দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়