ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইক চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ২৩:৩২, ১৬ নভেম্বর ২০২৫
গোপালগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইক চালক নিহত

গোপালগঞ্জে ট্রাক চাপায় হাশেম শেখ (৬০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

রবিবার (১৬ নভেম্বর) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম-আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিহত হাসেম শেখ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের এদোন শেখের ছেলে।

এসআই শামীম-আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মাদারীপুর জেলার টেকেরহাট যাচ্ছিল। এ সময় ট্রাকটি গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড়ে একটি ইজিবাইকে চাপা দিলে এর চালক হাসেম শেখ গুরুতর আহত হন।

তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ঢাকা/বাদল/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়