ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে গরু চুরি: গণপিটুনে আহত আরেকজনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৭ নভেম্বর ২০২৫  
গোপালগঞ্জে গরু চুরি: গণপিটুনে আহত আরেকজনের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গরু চুরির ঘটনায় গণপিটুনিতে আহত বিপ্লব সরকারের   মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে গোপালগঞ্জ ২৫০-শয্যাবশিষ্টি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হলো। 

আরো পড়ুন:

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মৃত্যুর তথ্য জানান। নিহত বিপ্লব নেত্রকোণার খালিয়াজুরী থানার পাথড়া গ্রামের বিনোদ সরকারের ছেলে। 

গত ১১ নভেম্বর রাত ৩টার দিকে আট সদস্যের চোর দল মুকসুদপুর উপজেলার লখাইড়চর গ্রামের ঝিল্লু কাজীর বাড়ির গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে ট্রাকে নিয়ে পালানোর সময় পাশের হাজীবাগ গ্রামে জনতার হাতে ধরা পড়ে। তখন জনতা তাদের গণপিটুনি দিলে মুকসুদপুর উপজেলার ফুলারপাড় গ্রামের মুন্নু মিয়ার ছেলে শামীম মিয়া ঘটনাস্থলে মারা যায়। বিপ্লব সরকারসহ সাতজন গুরুতর আহত হয়।

এ ঘটনায় ১২ নভেম্বর নিহত শামীম মিয়ার মা মেহেরুন নেছা বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে মুকসুদপুর থানায় মামলা করেন। 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গণপিটুনির মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়