ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আশুলিয়ায় মসলা ভর্তি পিকআপে আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৮ নভেম্বর ২০২৫  
আশুলিয়ায় মসলা ভর্তি পিকআপে আগুন

প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় একটি পিকআপ ভ্যানে থাকা মসলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে আশুলিয়া থানার বগাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। আগুনে রসুন ও পেঁয়াজ পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, সোমবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে বগাবাড়ী এলাকার সড়কের পাশে মসলা ভর্তি পিকআপ ভ্যান দাঁড় করিয়ে বাসায় চলে যান চালক। ভোরে পিকআপে ভ্যানে থাকা মসলায় আগুন লাগে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। 

আরো পড়ুন:

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “ভোর সাড়ে ৪টার দিকে খবর পাই। দ্রুতই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আশাপাশের লোকজন অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন। আগুন লাগার কারণ জানা যায়নি।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়