ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামুতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১৯ নভেম্বর ২০২৫  
রামুতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকূল গ্রামে চাঁদাবাজি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রনতোষ বড়ুয়া ও রুবেল বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রামু থানার ওসি (তদন্ত) ফরিদুল আলম বলেন, ‘‘জমি সংক্রান্ত বিরোধের জেরে উত্তর শ্রীকূল গ্রামের বাসিন্দা সন্তোষ বড়ুয়ার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন রনতোষ ও রুবেল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সন্তোষ বড়ুয়া গত ২৪ মার্চ আদালতে চাঁদাবাজি মামলা করেন। মামলার পর আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।’’

মামলার বাদী সন্তোষ বড়ুয়া বলেন, “জমি-সংক্রান্ত বিষয়ে তারা আমার ওপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করছিল। চাঁদা না দিতে চাইলে আমাকে মারধর করে হুমকি দেয়। নিরাপত্তাহীনতায় বাধ্য হয়ে মামলা করেছি।”

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়