ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেহেরপুর-২: সহস্রাধিক মোটরসাইকল নিয়ে বিএনপি প্রার্থীর প্রচারণা 

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২১ নভেম্বর ২০২৫  
মেহেরপুর-২: সহস্রাধিক মোটরসাইকল নিয়ে বিএনপি প্রার্থীর প্রচারণা 

মেহেরপুর-২ আসনে শুক্রবার নির্বাচনী প্রচারণা চালান বিএনপি প্রার্থী মো. আমজাদ হোসেন

সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে মেহেরপুর-২ আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেন। 

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে গাংনী উপজেলার বাওট থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। সেটি গাড়াডোব এলাকায় গিয়ে শেষ হয়। 

আরো পড়ুন:

বিএনপি নেতাকর্মীদের দাবি, স্বাধীনতার পর ২২ কিলোমিটার জুড়ে এতবড় মোটরসাইকেল শোভাযাত্রা করেননি কোনো প্রার্থী। এই মোটরসাইকেল শোভাযাত্রাটি গাংনীর ইতিহাসে লেখা থাকবে।

মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিবার্চনী প্রচারণার কারণে বিএনপি নেতাকর্মীদের মনোবল আরো বৃদ্ধি পেয়েছে এমনটি মনে করছেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবলু। 

তিনি বলেন, “মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। তার গণসংযোগ থেকে শুরু করে সভা সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত থাকছেন। ধানের শীষ প্রতিকে আমজাদ হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন এমনটি আশা করছি। নির্বাচন জিতে এই আসন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে।” 

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় বিএনপি প্রার্থী আমজাদ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। নির্বাচনী প্রতিটি সভায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ নিচ্ছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।” 

মোটরসাইকেল শোভাযাত্রায় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, উপাধক্ষ্য নাসির উদ্দীর, গাংনী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, বিএনপি নেতা শাজাহান সেলিম, জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান অংশ নেন। 

ঢাকা/ফারুক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়