ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামুতে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২২ নভেম্বর ২০২৫  
রামুতে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের রামু সীমান্তে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় মাদক পরিবহনের অভিযোগে এক প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। 

আটক প্রাইভেটকার চালক হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।

আরো পড়ুন:

শনিবার (২২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির চালক হেলাল উদ্দিনকে (৫৩) আটক করা হয়। হেলাল অবৈধ পণ্য বহনের কথা অস্বীকার করলেও গাড়ি তল্লাশি করে কৌশলে লুকানো ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি বলেন, “আটক ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/তারেকুর/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়