ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তানোরে গভীর রাতে হিমাগারে ডাকাতি

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:০৪, ২৩ নভেম্বর ২০২৫
তানোরে গভীর রাতে হিমাগারে ডাকাতি

ডাকাতেরা অফিস কক্ষ থেকে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জে গভীর রাতে একটি হিমাগারে ডাকাতি হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজে ডাকাতি হয়। 

হিমাগারের ব্যবস্থাপক আব্দুল খালেক জানান, রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাচীর টপকে ৬ থেকে ৭ জনের ডাকাতদল হিমাগারে প্রবেশ করে। এরপর তারা সিসি ক্যামেরা নষ্ট করে এবং দুইজন নৈশপ্রহরীকে বেঁধে ফেলে। পরে তারা অফিসকক্ষের তালা ভাঙতে শুরু করে। এ সময় সিকিউরিটি ইনচার্জ আনোয়ারুল ইসলাম বাধা দিতে গেলে তাকে ধারালো হাঁসুয়ার আঘাতে জখম করে। তাকে ফেলে রেখে ডাকাতেরা তালা ভেঙে অফিস কক্ষে ঢোকে এবং ৪ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। প্রায় ২০ মিনিট ধরে ডাকাতি চলে।

আরো পড়ুন:

ডাকাতেরা চলে যাওয়ার পর তারা বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয়। পরে রাতে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম ও জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমকে কয়েকদফা ফোন করা হলেও তারা ধরেননি।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম দুপুরে বলেন, বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে জানাবেন। পরবর্তীতে তাকে আবার ফোন করা হলে তিনি আর ধরেননি।

ঢাকা/কেয়া/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়