ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৪ নভেম্বর ২০২৫  
গাংনীতে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

মনিরুজ্জামান মনি

মেহেরপুরে গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

রবিবার (২৩ নভেম্বর) দিবাগত মধ্যরাতে গাংনী পৌরসভাধীন আখ সেন্টার পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। 

মনিরুজ্জামান মনি ওই এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মহির উদ্দীনের ছেলে।

সেনা ক্যাম্প সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মনিরুজ্জামান মনির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়। মনিরুজ্জামান মনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল জানিয়েছেন, মনিরুজ্জামান মনির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে। 

ঢাকা/ফারুক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়