ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাংনীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু 

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৬ নভেম্বর ২০২৫  
গাংনীতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু 

রানা আহমেদ

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় রানা আহমেদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার সাহেবনগর তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

রানা আহমেদ গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সাহেবনগর তালতলা মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা খায় রানা আহমেদ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেছেন, রানা আহমেদ সাহেবনগর থেকে বামন্দীর দিকে নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনী ইসরাইল জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা/ফারুক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়