ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২৭ নভেম্বর ২০২৫   আপডেট: ০৮:৫০, ২৭ নভেম্বর ২০২৫
গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ফাইল ফটো

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। নিহত জয় একই গ্রামের জামাল সরকারের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে জামাল সরকারের পরিবারের সঙ্গে গ্রামের নান্নু গংদের বিরোধ চলছিল। কয়েকবার নান্নু ও তার লোকজন জামালের পরিবারের ওপর হামলা চালায়। বুধবার রাতে অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন স্কুল সংলগ্ন স্থানে জয়ের ওপর হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে জয়কে কুপিয়ে জখম করে।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত জয়কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জামাল সরকার অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। মামলা করব।”

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নূরে আলম জিকু বলেন, ‍“রাত ৯টার দিকে এক যুবককে হাসপাতালে আনা হয়। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।”

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হয় অভিযুক্ত নান্নু ও বেকু হাসানের মোবাইলে। প্রতিবারই তাদের ফোন বন্ধ পাওয়া গেছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়