মেহেরপুরে অটোবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:০৫, ২৮ নভেম্বর ২০২৫
মেহেরপুরের গাংনীতে অটোবাইকের ধাক্কায় তানিশা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার গাড়াডোব কাচারি এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা গাড়াডোব কাচারি পাড়ার তামিম ইকবালের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ জানিয়েছেন, তানিশা খাতুন রাস্তা পার হওয়ার সময় অটোবাইক তাকে ধাক্কা দিলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা/ফারুক/রফিক