নড়াইলে এবার আমন ধানের বাম্পার ফলন
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলে এবার ধানের বাম্পার ফলন হয়েছে।
নড়াইলে চলতি খরিপ-২ মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় রোপা আমন ধানের ফলন ভালো হওয়ায় এ জেলার কৃষকদের মুখে হাসি ফুটেছে।
তিনটি উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। প্রকার ভেদে নতুন ধান বাজারে বিক্রি হচ্ছে ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা মণ দরে। দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তিনটি উপজেলায় রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে। সরকারি প্রণোদনা ও কৃষকদের উচ্চফলনশীল জাতের বীজ দেওয়ায় ৪৩ হাজার ৪৫৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।
আবাদকৃত রোপা আমনের মধ্যে সদর উপজলোয় ২০ হাজার ১৪০ হেক্টের জমিতে, লোহাগড়া উপজেলায় ১১ হাজার ২৬০ হেক্টের জমিতে এবং কালিয়া উপজেলায় ১২ হাজার ৫৫ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারি কৃষি র্কমর্কতা নিপু মজুমদার বলেন, “চলতি মৌসুমে উফশী বারি ধান-৭৫, ৮৭, বিনা ধান-৭, ১৭ জাতসহ বিভিন্ন জাতের, হাইব্রিড জাতের ধান গোল্ড, এ টু জেড-৭০০৬ জাতসহ অন্যান্য জাতের এবং স্থানীয় জাবড়া, কালোজিরা, চিনিগুড়া, দিঘা, ক্ষীরকনসহ বিভিন্ন জাতের আমন ধানের আবাদ হয়েছে।”
লোহাগড়া উপজেলার করফা-কালনা গ্রামের কৃষক আছাদ শিকদার বলেন, “চলতি মৌসুমে দুই একর জমিতে রোপা আমন ধান চাষ করেছি, তবে ধানের ফলন ভালো হয়েছে। এ বছর বাজারে ধানের দামও ভালো।”
কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের কৃষক অনিল কুমার বিশ্বাস বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কালিয়া উপজেলার বিভিন্ন মাঠে ধানের ফলন ভালো হয়েছে। আমি তিন একর জমিতে ধান চাষ করেছি, ব্যাপক ফলন হয়েছে।”
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “সরকার চলতি মৌসুমে কৃষকদের মধ্যে প্রণোদনার উচ্চ ফলনশীল জাতের বীজ বিতরণ করেছে। মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ, আধুনিক পদ্ধতিতে ধান চাষে প্রশক্ষিণসহ প্রযুক্তি ব্যবহারে উৎসাহ, রোগবালাই নিয়ন্ত্রণে সচেতনতা এবং বীজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনার ফলে এবার বাম্পার ফলন সম্ভব হয়েছে।”
ঢাকা/শরিফুল/এস