ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, গৃহবধূ নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৩০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৪:৫০, ৩০ নভেম্বর ২০২৫
গোপালগঞ্জে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, গৃহবধূ নিহত

প্রতীকী ছবি

গোপালগঞ্জে একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় অটোরিকশার আরোহী সারিকা বিশ্বাস (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। 

শনিবার (২৯ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গদাইখালি এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

মারা যাওয়া সারিকা বিশ্বাস কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের রবি বিশ্বাসের মেয়ে। তিনি একই গ্রামের নিখিল কুমার বিশ্বাসের স্ত্রী।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদর রহমান মুরাদ হোসেন জানান, গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকার বোনের বাড়ি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় নিজ বাড়িতে যাচ্ছিলেন সারিকা। ঢাকা-খুলনা মহাসড়কের গদাইখালি এলাকায়  ট্রাকের পেছনে ধাক্কা দেয় অটোরিকশাটি। ঘটনাস্থলেই সারিকা মারা যান।

এ ঘটনায় আহত হন পাঁচজন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। গুরুতর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়