ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু লুট

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ৩০ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:৩৪, ৩০ নভেম্বর ২০২৫
অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু লুট

প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ৩০টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। পরে ৫টি গরু ও ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা সড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

পুলিশ জানায়, শনিবার রাতে বগুড়া থেকে ট্রাকযোগে ৩০টি গরু নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন এক ব্যবসায়ী। রাত ২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের ডিইপিজেড এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ট্রাকের গতিরোধ করে। এরপর ট্রাকের চালক ও গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ওই ব্যবসায়ী আশুলিয়া থানা পুলিশকে ঘটনাটি জানান।

ওসি আব্দুল হান্নান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে অভিযান চালিয়ে ৫টি গরু ও ট্রাক ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে রাত পর্যন্ত কোনো ডাকাত সদস্যকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়