ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুজিবনগরে অস্ত্র-গুলিসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:২৫, ৩ ডিসেম্বর ২০২৫
মুজিবনগরে অস্ত্র-গুলিসহ আটক ১

মেহেরপুরের মুজিবনগরে বিদেশি অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে রসিকপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে রাজুকে আটক করেন মেহেরপুর সেনা ক্যাম্পের সদস্যরা।

নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ভোর ৩টার দিকে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঢাকা/ফারুক/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়