ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবিপ্রবিতে পাহাড় কাটায় পরিবেশ অধিদপ্তরের মামলা

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ৭ ডিসেম্বর ২০২৫  
রাবিপ্রবিতে পাহাড় কাটায় পরিবেশ অধিদপ্তরের মামলা

অনুমোদন ছাড়াই পাহাড় কাটার ঘটনায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) স্থাপন প্রকল্পের পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। 

পরিবেশ অধিদপ্তরের রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম শুক্রবার (৫ ডিসেম্বর) কোতয়ালি থানায় এ মামলা দায়ের করেন। 

মুমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভবন তৈরির জন্য পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কাছে অনুমোদন চেয়েছে। কিন্তু, তারা অনুমোদন পাওয়ার আগেই পাহাড় কাটা শুরু করে এবং যে পরিমাণ পাহাড় কাটার কথা বলেছেন, তার চেয়েও বেশি পাহাড় ইতোমধ্যে কেটে ফেলেছেন। সেজন্য প্রকল্প পরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

তিনি আরো বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাহাড় কাটার প্রস্তাব করলে, তাদের একটি বিস্তারিত পরিবেশগত প্রভাব মূল্যায়ন রিপোর্ট জমা দিতে হয়। পরিবেশ অধিদপ্তর সেই রিপোর্ট যাচাই করে, জনশুনানি করে এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পাহাড় কাটার যৌক্তিকতা ও পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করে। যদি সবদিক বিবেচনায় অনুমোদন দেওয়া হয়, তবে নির্দিষ্ট শর্তসহ ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু, তারা ছাড়পত্র দেওয়ার আগেই পাহাড় কেটেছে।

রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন বলেন, প্রকল্প পরিচালক, শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক, ঠিকাদারসহ সাতজনের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হয়েছে। পরিবেশ অধিদপ্তর মামলাটি তদন্ত করছে।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারটি ভবন নির্মাণের কাজ চলছে। এগুলোর মধ্যে একটি প্রশাসনিক, একটি একাডেমিক ভবন এবং দুটি আবাসিক হল।

ঢাকা/শংকর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়