কেরানীগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
ঢাকার কেরানীগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ইব্রাহিম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)।
রবিবার (৭ ডিসেম্বর) ঢাকা জেলা গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪ লাখ ১০ হাজার টাকাসহ ইব্রাহিম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিমের বাড়ি চাঁদপুরের হাইমচরে হলেও বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে বসবাস করেন। অভিযানের সময় তার সহযোগী ও চক্রের মূলহোতা আনোয়ার হোসেন পালিয়ে যান। ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বেও দুটি ফৌজদারি মামলা রয়েছে। নতুন করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
ঢাকা/শিপন/রাজীব