নির্বাচনে যেই জয়ী হোক সবাই পাশে দাঁড়াবে: ফওজুল কবির খান
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
আগামী জাতীয় নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে সবাই তাদের পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান।
রবিবার দুপুর ১২টায় বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মীয়মাণ মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফওজুল কবির খান আরও বলেন, ‘‘আমাদের একটিই কথা—নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো যেন কেউ ভোটকেন্দ্র দখল করতে না পারে। এখন নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে।’’
ভোলার গ্যাস প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার হবে এবং কোনো বাসাবাড়িতে গ্যাস সরবরাহ করা হবে না।’’
সেতু বাস্তবায়ন দেরি হওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতুর বাস্তবায়ন দেরিতে হয়। এতে প্রকল্প ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-পরিবহন উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেন, ‘‘নির্মাণকালে চাঁদাবাজির উৎপাত ও প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যা তৈরি হয়, যা প্রকল্পের মান এবং কাজের মেয়াদের ওপর প্রভাব ফেলে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’’
জানা গেছে, বাবুগঞ্জের মীরগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মাণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা। আগামী জানুয়ারিতে এ সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাকা/পলাশ