ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে সিআইডি কর্মকর্তা আহত

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ৯ ডিসেম্বর ২০২৫  
আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে সিআইডি কর্মকর্তা আহত

সিলেটে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা আহত হয়েছেন। 

সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সিলেট শহরের সাগরদীঘির পাড় এলাকায় হামলার শিকার হন তিনি।

আহত খুরশেদ আলম সিআইডির সিলেট কার্যালয়ে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাতেই তার দেহে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, সাইবার অপরাধ-সংক্রান্ত একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সাদা পোশাকে অভিযান চালায় সিআইডির একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালাতে গেলে এসআই খুরশেদ আলম তাকে ধরার চেষ্টা করেন। তখন আসামি তার বুকে ছুরি মেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পরপরই হামলাকারীকে ধরতে অভিযান শুরু হয়েছে। তবে, তদন্তের স্বার্থে পলাতক আসামির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির জানিয়েছেন, সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সিলেটে সিআইডি পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বলেছেন, গুরুত্বপূর্ণ একটি মামলার আসামিকে ধরতে গেলে তিনি পুলিশের ওপর হামলা চালান। এখনই তার নাম প্রকাশ করা যাচ্ছে না। আহত কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ঢাকা/রাহাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়