নিখোঁজ যুবকের মরদেহ মিলল পুকুরে
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মঙ্গলবার দুপুরে নিখোঁজ কামদেব দাসের মরদেহ পুকুর থেকে উদ্ধার হয়
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পুকুর থেকে কামদেব দাস (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘলবাগ এলাকার সুকুমার দাসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মারা যাওয়া যুবক দুইদিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।
মারা যাওয়া কামদেব দাস উপজেলার বদলপুর স্কুল হাটী গ্রামের অশ্বিনী দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন লোক পুকুরে মরদেহটি দেখতে পান। পুলিশ ঘটনাাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত বড় ভাই যুবরাজ দাস বলেন, “একই এলাকার শংকর দাসের মেয়ের সঙ্গে কামদেবের প্রেমের সম্পর্ক ছিল। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দুই পরিবারের লোকজনের মধ্যে ঝামেলা হয়। রবিবার রাত থেকেই নিখোঁজ ছিল কামদেব। আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাই।”
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, “সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহ। মারা যাওয়া যুবকের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।”
ঢাকা/মামুন/মাসুদ