ঢাকা     শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’ ক্যাম্পেইন

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:১৫, ২৬ ডিসেম্বর ২০২৫
নির্বাচন ও গণভোট উপলক্ষে সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’ ক্যাম্পেইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

আরো পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। শহীদদের রক্তের বিনিময়ে এই জাতি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। ওই গণঅভ্যুত্থানের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ‘জুলাই সনদ’ প্রণয়ন করেছে। এই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে গণভোটের আয়োজন করা হয়েছে।”

তিনি আরো বলেন, “এই গণভোটে মোট ৪টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো; কোনো নির্বাচিত সরকারের অধীনে নয়, বরং নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব বিষয় জুলাই সনদের প্রস্তাবনার ভিত্তিতে পরিচালিত হবে। এছাড়া, বর্তমানে ১ কক্ষ বিশিষ্ট সংসদের পরিবর্তে জুলাই সনদে ২ কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করা হয়েছে। এতে ৩০০ জন নির্বাচিত সংসদ সদস্যের পাশাপাশি ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে, যা আইন প্রণয়ন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ থাকবে। আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা এই সনদ বাস্তবায়নে কাজ করবে। এই বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ‘ভোটের গাড়ি’ নামে বিশেষ একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে, যা পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় যাবে, বলেও জানান তিনি।

ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্কুল-কলেজের নতুন ভোটারদের মাঝেও এই বার্তা পৌঁছে দিতে প্রশাসন কাজ করছে। একই সঙ্গে সাংবাদিকদের প্রতি সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।

শীতের সকাল উপেক্ষা করে শিল্পী-কুশলীদের পরিবেশনা উপভোগ করতে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ঢাকা/শাহীন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়