×

ঢাকা     রোববার   ০৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সচেষ্ট সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫০, ৩ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সচেষ্ট সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “হাদি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকার সচেষ্ট রয়েছে। দ্রুত বিচার কাজ শেষ করতে কাজ অব্যাহত রয়েছে।”

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

আরো পড়ুন: হাদি হত্যাকাণ্ড: আলোচনায় ফয়সালের ভিডিও বার্তা

উপদেষ্টা তৌহিদ হাসান বলেন, “বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি, হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদের ফিরিয়ে আনতে। এখনো আমরা শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারছি না, আসামিরা কোথায় আছে। আমরা ইনডিগেশান পেয়েছি, তারা সম্ভাবত পার হয়ে গেছে।”

এর আগে, আজ শনিবার সকাল ১১টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

বেলা ১২টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে  মতবিনিময় সভায় অংশ নেন। 

এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়