গাছ কেটে চিংড়ি ঘের, বন আদালতে মামলা
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজার সদরের উপকূলীয় চৌফলদণ্ডীতে প্যারাবনের ৫ হাজার বাইন ও কেওড়া গাছ কেটে প্রায় ২০ একর জমিতে চিংড়ি ঘের তৈরির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) কক্সবাজার বন আদালতে এ মামলা করেন উপকূলীয় বন বিভাগের পোকখালী বিট কর্মকর্তা মৃণাল চন্দ্র ভাওয়াল।
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এম এ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন— কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের পশ্চিম পাড়ার মোহাম্মদ শাহজাহান, আবুল কাশেম, মোহাম্মদ শাহজাহান মেম্বার, মোহাম্মদ আলম, জসিম ওরফে মিয়া ও শামসুল আলম।
চৌফলদণ্ডী এলাকার একাধিক বাসিন্দা জানিয়েছেন, মোহাম্মদ শাহজাহান, আবুল কাশেম ও শাহজাহান মেম্বারের নেতৃত্বে কয়েকদিন আগে থেকে চিংড়ি ঘের তৈরির জন্য গাছ কেটে সরকারি জমি দখলের চেষ্টা করা হচ্ছে।
ঢাকা/তারেকুর/রফিক