ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, বিশ্বকাপ খেলতে হলে যেতে হবে ভারতে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৯, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:২৯, ৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির, বিশ্বকাপ খেলতে হলে যেতে হবে ভারতে

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখান করেছে। আইসিসি সাফ জানিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে। অন্যাথায় পয়েন্ট হারানোর ঝুঁকি নিতে হবে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ এই খবর প্রকাশ করেছে। 

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দাবি করছে, আইসিসি থেকে তাদের কাছে এমন কোনো আল্টিমেটাম পাঠানো হয়নি। মঙ্গলবার ভার্চুয়াল কলে আইসিসি ও বিসিবি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আইসিসি বিসিবিকে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে। জানা গেছে, আগামী ১০ জানুয়ারির মধ‌্যে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে আইসিসি সিদ্ধান্ত জানিয়ে দেবে। 

আরো পড়ুন:

ভারতে বিশ্বকাপ খেলতে নিজেদের না যাওয়ার সিদ্ধান্ত রোববার চিঠিতে আইসিসিকে জানায় বিসিবি। দুইটি চিঠি দেওয়া হয়েছিল আইসিসিকে। প্রথমটিতে ভারতের নিরাপত্তা পরিকল্পনা জানতে চেয়ে। পরেরটিতে বিশ্বকাপের ভেনু‌্য ভারত থেকে সরিয়ে নিতে। 

উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে। যেখানে একজন ক্রিকেটারকে ভারত নিরাপত্তা দিতে পারবে না, সেখানে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে সেই প্রশ্ন উঠতে শুরু করে। মূলত এ কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দেয় বিসিবি।

যদিও আইসিসি বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য কোনও হুমকির বিষয়ে কোনও বাস্তব বা কার্যকর তথ্য পায়নি বলে বিসিবিকে জানিয়েছে। ভার্চুয়াল সভায় বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়েছিল। সেখানে বিসিবি প্রতিনিধিদের জানানো হয়েছে, আইসিসির কাছে ভারতে তাদের খেলোয়াড়দের জন্য কোনও হুমকির ইঙ্গিত নেই এবং কোনও তথ‌্য পাওয়া যায়নি।

এজন‌্য বাংলাদেশের ভারতে না যাওয়ার অনুরোধ আইসিসির কাছে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে না। মঙ্গলবারের বৈঠকে বিসিবির অনুরোধের বিষয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে এবং পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০ দল নিয়ে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বিশ্বকাপে বাংলাদেশের চার ম্যাচের তিনটিই কলকাতায়। আরেকটি মুম্বাইয়ে। কলকাতায় বাংলাদেশ তিনটি ম্যাচ যথাক্রমে ৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ড। ১৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ওয়াংখেড়েতে। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার এইটে উঠতে পারলে বাংলাদেশের সফর বাড়বে। নয়তো ভারতেই শেষ হবে মিশন।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্দ সাইফ উদ্দিন ও শরিফুল ইসলাম।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়