আইসিসি-বিসিবি সভা আজ হতে পারে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল জানিয়েছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিসিবিকে সভায় ডাকবে। আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি, ২০২৬) সেই সভা হতে পারে। রাইজিংবিডি ডটকম ক্রিকেট বোর্ড সূত্রে নিশ্চিত হয়েছে, দিনের যেকোনো সময়ে আইসিসির সঙ্গে অনলাইনে সভায় বসবে বিসিবি।
ভারতে বিশ্বকাপ খেলতে নিজেদের না যাওয়ার সিদ্ধান্ত চিঠিতে আইসিসিকে জানিয়েছে বিসিবি। রবিবার দুইটি চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো উত্তর পায়নি বিসিবি। উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে।
যেখানে একজন ক্রিকেটারকে ভারত নিরাপত্তা দিতে পারবে না, সেখানে পুরো দল কিভাবে নিরাপদ থাকবে সেই প্রশ্ন উঠতে শুরু করে। মূলত এ কারণেই আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিসিবি।
ভারতীয় কিছু সংবাদমাধ্যম এরই মধ্যে বলেছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধে ইতিবাচক সাড়া দিতে পারে আইসিসি। সেক্ষেত্রে শ্রীলঙ্কা থেকে কিছু ম্যাচ ভারতে নিয়ে এসেছে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হতে পারে।
তবে বোর্ড সূত্রে আরেকটি বিষয়ও জানা গেছে, বাংলাদেশকে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার পাশাপাশি কলকাতা কিংবা মুম্বাইয়ের পরিবর্তে তুলনামূলক নিরাপদ ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাবও দিতে পারে আইসিসি।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এরই মধ্যে বিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করেছে। আয়োজক হিসেবে তারা একটু ব্যাকফুটেই আছে। পাকিস্তান অনেক আগেই ভারতের যেতে পারবে না জানিয়ে দিয়েছে। সেই হিসেবে তাদের খেলার সূচি নিয়ে যাওয়া হয়েছে শ্রীলঙ্কায়। এবার বাংলাদেশও একই আপত্তি তুলেছে। শেষ পর্যন্ত ভারতের দিকেই কঠিন চ্যালেঞ্জ কিভাবে তারা এই পরিস্থিতি সামাল দেবে।
ঢাকা/ইয়াসিন/আমিনুল