ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আগুনে পুড়ে মরলো ৪ মাসের শিশু

লক্ষ্মীপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ৬ জানুয়ারি ২০২৬  
আগুনে পুড়ে মরলো ৪ মাসের শিশু

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে আয়াত নামে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর এলাকার মধ্য টামটা ইয়াছিন মজুমদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত আয়াত একই বাড়ির দুলাল মিয়ার ছেলে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার শেষ করে দুলাল মিয়ার স্ত্রী ফরানী বেগম রোদে শুকাতে দেওয়া জামা-কাপড় আনতে বাইরে যান। ফিরে এসে তিনি দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশী শহীদ উল্লাহ ও সিরাজ মিয়ার ঘর পুড়ে যায়। খবর পেয়ে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে এরই মধ্যে বিছানায় থাকা দুলাল মিয়ার চার মাস বয়সী ছেলে আয়াত পুড়ে মারা যায়। দুলাল মিয়ার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 

জানা গেছে, ঘরগুলোর ভেতরে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল। এরমধ্যে দুটি খালি থাকলেও অন্যটিতে গ্যাস ছিল। 

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রেজাউল করিম জানান, প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনোর সূত্রপাত হয়। একটি শিশু মারা গেছে। আগুনে ঘরসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

জাহাঙ্গীর লিটন/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়