রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাজধানীর কদমতলীর কুদার বাজার আদর্শ সড়কে শাহাবুদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে তার ওপর হামলা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালে নিয়ে আসা নিহতের বড় ভাই মহিউদ্দিন আহমেদ বলেন, “আমার ভাই কদমতলী-জুরাইন এলাকায় পরিবার নিয়ে বসবাস করত। সে সিলেন্ডারের পাশাপাশি ভাঙারি ব্যবসা করত। রাতে লোক মারফত খবর পাই, আমার ভাই শাহাবুদ্দিনকে কদমতলির কুদার বাজারে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়েছে। ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।”
তিনি আরো বলেন, “আমার ভাইকে কারা এবং কী কারণে কুপিয়েছে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।”
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় কদমতলী থেকে এক ব্যবসায়ীকে ঢামেক জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে আবগত করা হয়েছে।”
ঢাকা/বুলবুল/মাসুদ