ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহেশখালীতে ফিশিং ট্রলারে ডাকাতি, উদ্ধার ৯

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪৩, ৬ জানুয়ারি ২০২৬
মহেশখালীতে ফিশিং ট্রলারে ডাকাতি, উদ্ধার ৯

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং ট্রলার থেকে ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

তিনি জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মহেশখালীর বড়দিয়া সংলগ্ন প্যারাবনের চ্যানেলে ‘এফ বি আল্লাহর দান’ নামের একটি ফিশিং ট্রলার ডাকাতির কবলে পড়ে। বিষয়টি জরুরি সেবা নম্বরে জানানো হলে কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।

তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের কবল থেকে ৯ জন জেলেকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে। পরে আটক ব্যক্তি ও ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলারটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় এলাকায় জেলে ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা/তারেকুর/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়