ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। রাধিকা বাজার এলাকার ‘মায়ের দোয়া’ নামে প্রতিষ্ঠানের মো. হেলাল মিয়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি মূল্য তালিকা না ঝুলিয়ে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিল।
তিনি আরো জানান, পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা অনুযায়ী হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা/পলাশ/জান্নাত