সুরভীকে দেখতে মধ্যরাতে বাসায় হাজির নাহিদ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
মধ্যরাতে সুরভীর টঙ্গীর বাসায় যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী কারাগার হতে বের হওয়ার পর তাকে সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতে সুরভীর টঙ্গীর বাসায় যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় ‘তার সঙ্গে ন্যায়বিচার করা হয়নি, পুরো বিষয়টি বানোয়াট ছিল’ বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা তাহরিমা জান্নাত সুরভীর বাসায় এসেছি, তার পরিবারের সঙ্গে দেখা করেছি। তাকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হয়েছিল। আপনারা জানেন, তার বয়স লুকিয়ে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও আমাদের জুলাইয়ে জনতা এ বিষয়ে সরব প্রতিবাদ করে। পাশাপাশি গাজীপুরের নাগরিক পার্টির নেতৃবৃন্দ ও আইনজীবীদের প্রচেষ্টায় তার রিমান্ড বাতিল করে জামিন দিয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, সুরভী যদি অন্যায় করেও থাকেন তাহলে দেশের নাগরিক হিসেবে সুবিচার পাওয়ার কথা ছিল তার, তিনি তা পাননি। আমরা পরবর্তীতে জানতে পেরেছি পুরো ঘটনাটি ছিল বানোয়াট।”
তিনি আরো বলেন, “কিছু কিছু মিডিয়া জুলাই গণঅভ্যুত্থান পরিচিত মুখদের চরিত্র হননের চেষ্টা করছে। তাহরিমা জান্নাতের ঘটনাটি তারই ধারাবাহিক একটি প্রচেষ্টা। কয়েকটি মিডিয়া আমরা লক্ষ্য করেছি জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের কোন কিছু পেলেই সত্যমিথ্যা যাচাই-বাছাই না করেই ঢালাওভাবে প্রচার করে। নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত চক্রান্ত হচ্ছে, জুলাইয়ের নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। দেশের জনগণ জানে, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করেছে, জমিদখল করেছে। কিন্তু সেগুলো ঢাকতে প্রকৃত চাঁদাবাজদের রেখে জুলাই গণঅভ্যুত্থানকারীদের উপর এধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা চলছে।”
এর আগে, সোমবার সকালে এক সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজীর মামলায় সুরভীকে আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এমন খবরে ততক্ষণে বিক্ষোভ শুরু করেন ছাত্র জনতা। পরে রিভিশন আবেদন করলে সন্ধ্যায় তার রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। পরে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/রেজাউল/এস