ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পকে ‘স্যার’ বলেছিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ৭ জানুয়ারি ২০২৬  
ট্রাম্পকে ‘স্যার’ বলেছিলেন মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার তৈরি অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ নিয়ে আলোচনার সময় ট্রাম্পকে ‘স্যার’ বলে সম্বোধন করেছিলেন মোদি।

মঙ্গলবার প্রতিরক্ষা উৎপাদনের সময়সূচি এবং বিদেশী সামরিক বিক্রয় নিয়ে আলোচনা করার সময় ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

ট্রাম্প জানান, ভারতের বহু বছর আগে অর্ডার করা অ্যাপাচিগুলোর দ্রুত সরবরাহের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।

তিনি বলেন, “ভারত ৬৮টি অ্যাপাচি অর্ডার করেছিল এবং প্রধানমন্ত্রী মোদি আমার সাথে দেখা করতে এসেছিলেন।”

টেলিফোনে মোদির সঙ্গে তার আলাপচারিতার উল্লেখ করে ট্রাম্প বলেছেন, মোদি বলেছিলেন, “স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?”

জবাবে ট্রাম্প বলেছিলেন, “হ্যাঁ”

বাণিজ্য নীতির কারণে ভারতের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনপূর্ণ স্বীকার করে ট্রাম্প বলেন, “তিনি (মোদি) আমার ব্যাপারে খুব খুশি নন। কারণ আপনারা জানেন, তারা এখন প্রচুর শুল্ক দিচ্ছে।”
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়