ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:১৯, ৭ জানুয়ারি ২০২৬
ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধারসহ তাকে আটক করেছে।

দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফাঁদ পেতে আশরাফুল আলমকে ধরা হয়। 

আরো পড়ুন:

অভিযোগকারী বসুন্দিয়া খান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানিয়েছেন, তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন-সংক্রান্ত ফাইল ছাড় করানোর জন্য আশরাফুল আলম দীর্ঘ তিন মাস ধরে তাকে নানা অজুহাতে ঘোরাতে থাকেন। প্রথম দফায় ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর আবারও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের টাকা ছাড় হবে না বলে হুমকি দেওয়া হয়। এমনকি খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজশে তার স্ত্রীর বেতন কাঠামো (বেসিক) কমিয়ে দেওয়া হয়।

বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর জন্য আশরাফুল আলমের হাতে আরো ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হলে গোপন সংবাদের ভিত্তিতে দুদক সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানিয়েছেন, আটক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা/রিটন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়