ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:৫৬, ৭ জানুয়ারি ২০২৬
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে তীব্র শীত। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়ার প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজকে সকাল ৬টায় রেকর্ড করা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন বলে জানান তিনি।

তিনি বলেন, “জেলায় বর্তমানে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরো কমতে পারে।”

এদিকে তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার নিম্নবিত্তের খেটে খাওয়া মানুষ। কাজে বের হতে পারছেন না অনেকেই। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের ঝুঁকিও বাড়ছে।

ঢাকা/সাজু/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়