তারেক রহমানকে স্বাগত জানাতে বগুড়ায় নানা আয়োজন
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়া শহরে দৃষ্টিনন্দন স্থাপনাগুলো নতুন করে সাজানো হচ্ছে
আগামী ১১ জানুয়ারি (রবিবার) বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর ঢাকার বাইরে নিজ জেলা বগুড়া দিয়েই তার সফর শুরু হবে।
তারেক রহমানের বগুড়ায় আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বগুড়ার সাধারণ মানুষদের মধ্যেও তারেক রহমানকে ঘিরে আগ্রহের কমতি নেই।
তারেক রহমানের বগুড়ায় আগমনকে ঘিরে শহরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। দৃষ্টিনন্দন স্থাপনাগুলো নতুন করে সাজানো হচ্ছে। সংস্কার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। শহরের গোহাইল সড়কটির সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে গত কয়েক বছর ধরে খানাখন্দে নাজেহাল ছিল। ১০ দিন আগেও ওই সড়কটি যানবাহনে চলাচল করা ছিল নিদারুণ কষ্টের। ওই সড়কটি খান্দাখন্দ ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে।
সাজানো হচ্ছে জেলা বিএনপির অফিসে তারেক রহমানের জন্য নির্ধারিত কক্ষ। ইতোমধে কক্ষের ফ্লোরে টাইলস, সিলিং ডেকোরেশন এবং রঙের কাজ সম্পন্ন হয়েছে।
বগুড়া পৌরসভার উদ্যোগে শহরের শাকপালা এলাকায় তারেক রহমানের করা পার্কটি সংস্কার করা হচ্ছে। সংস্কার করা হয়েছে শহরের রিয়াজ কাজী লেনে অবস্থিত `গ্রিন এস্টেট‘ নামের বাড়িও। এই বাড়ি থেকেই তারেক রহমান উত্তরাঞ্চলের জেলাগুলোর নেতাদের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন। পরদিন সকাল ১০টায় বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠে জেলা বিএনপির আয়োজনে সদ্য প্রয়াত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। এরপর সড়কপথে রংপুরের উদ্দেশে যাত্রা করবেন এবং সেখানে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে, তাই আয়োজন রাখা হয়নি। তবে, গণদোয়ায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আশা করছি।
গত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে তারেক রহমান বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি প্রার্থী হয়েছেন তারেক রহমান। তিনি বিএনপির প্রার্থী হিসেবে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছেন। ইতিমধ্যে তার মনোনয়নপত্র দুটি বৈধ ঘোষণা করা হয়েছে।
ঢাকা/এনাম/রফিক