ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফুলগাজী সীমান্তে মানবপাচার চক্রের সদস্য আটক, উদ্ধার ১০

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ৮ জানুয়ারি ২০২৬  
ফুলগাজী সীমান্তে মানবপাচার চক্রের সদস্য আটক, উদ্ধার ১০

মো. আনোয়ার।

ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর খানাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সীমান্ত থেকে আটক ও উদ্ধার করা হয়। আটক মো. আনোয়ার (৫০) মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে।

উদ্ধার হওয়া ১০ জনই চট্টগ্রামের বাসিন্দা। তাদের অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়েছিল। আটক দালালকে পরবর্তীতে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, আটক আনোয়ার সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় আরো তিনজন জড়িত রয়েছে বলে ধারণা করছি। বর্তমানে অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উদ্ধার হওয়া ১০ জনকে আদালতের মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।

এ ব্যাপারে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, “বদরপুর সীমান্ত দিয়ে ভিকটিমদের ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে আটক দালাল ও ভিকটিমদের থানায় হস্তান্তর করা হয়। মানবপাচার চক্রের অন্যদের সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করা হয়েছে।”

ঢাকা/সাহাব উদ্দিন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়