এনসিপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বিএনপি: সারজিস
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সারজিস আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী) ১১ দলীয় জোটের প্রার্থী মো. সারজিস আলম অভিযোগ করেছেন, এনসিপির নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (৭ জানুয়ারি) পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন।
সারজিস বলেন, ‘‘এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছে তাদের বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা নানা ধরনের হুমকি দিচ্ছে। আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলোকে হুমকি দিচ্ছে। তারা বলছে, বিএনপি ক্ষমতায় যাবে এবং তারপরে তারা আমাদের নেতাকর্মীদের দেখে নেবে। নির্বাচনের আগে এখনি যদি তারা ক্ষমতা, পেশিশক্তি ও কালোটাকার দাপট দেখায় তাদের মাধ্যমে আগামীর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হবে। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব।’’
হলফনামায় তথ্যের গড়মিল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘হলফনামায় আমার বার্ষিক আয়কর রিটার্নের তথ্যে অনিচ্ছাকৃত টাইপিং ভুল ছিল। সেটি আমরা নিয়ম মেনে সংশোধন করে জমা দিয়েছি। হলফনামায় বাকি যেসব তথ্য দেয়া হয়েছে তা সব ঠিক আছে।’’
এনসিপির এই নেতা বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় কিছু একটিভিস্ট উদ্দেশ্যপ্রণোদিতভাবে অথবা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে প্রোপাগান্ডা চালাচ্ছে। আমার কাছে মনে হয়, তাদের উদ্দেশ্য রাজনৈতিক দল হিসেবে হেয় প্রতিপন্ন করা, প্রার্থী হিসেবে বিতর্কিত করা কিংবা জুলাই আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে বিতর্কিত করে কীভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা যায়, সেই অপচেষ্টা করা। তারা হয় আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের জন্য গভীর ষড়যন্ত্র করছেন অথবা টাকার বিনিময়ে এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। এগুলোর বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে।’’
ঢাকা/নাঈম/রাজীব