হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মো. রনি
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মাদক চোরাচালানকালের সময় বিএসএফের গুলিতে মো. রনি (২২) নামে এক যুবক আহত হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) ভোরের দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের দৈখাওয়া সীমান্তে তিনি গুলিবিদ্ধ হন। বিজিবির তথ্য, আহত যুবক সীমান্ত এলাকার চিহ্নিত মাদক বহনকারী।
রনি হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়, ভোরে দৈখাওয়া বিওপির সীমান্ত পিলার নং ৯০২-এর নিকটবর্তী এলাকায় বিএসএফ সদস্যরা গুলি চালায়। গুলির শব্দ শুনতে পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে যায়। বিজিবি সদস্যরা কয়েকজন চোরাকারবারীকে এক গুলিবিদ্ধ ব্যক্তিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখে। বিজিবি ধাওয়া করলে বাকিরা পালিয়ে যায়, এসময় গুলিবিদ্ধ রনিকে উদ্ধার করা হয়। পরে তাকে বিজিবির তত্ত্বাবধানে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বারবার সতর্ক করা সত্ত্বেও সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড এবং অবৈধ অনুপ্রবেশ অত্যন্ত হতাশাজনক। চিহ্নিত মাদক চোরাকারবারীরা বারবার জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
তিনি জানান, রনির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন তিনি।
ঢাকা/সিপন/মাসুদ