ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম বিমানবন্দরে কসমেটিকসের আড়ালে ২১ লাখ টাকার স্বর্ণ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪৫, ৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে কসমেটিকসের আড়ালে ২১ লাখ টাকার স্বর্ণ, আটক ১

স্ক্যানিংয়ে ধরা পড়া স্বর্ণের অলংকার।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কসমেটিকসের আড়ালে স্বর্ণ পাচারের সময় আটক হয়েছেন এক বিমানযাত্রী। দুবাইফেরত এই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে প্রায় সাড়ে ২১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী মো. আবু জাহেদের কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, আবু জাহেদ দুবাই থেকে ফেরার সময় সঙ্গে না আসা অতিরিক্ত ব্যাগেজ (ইউ-ব্যাগেজ) কার্গোর মাধ্যমে দেশে আনেন। নিয়ম অনুযায়ী তিনি ঘোষণা দিয়েছিলেন যে, ওই ব্যাগেজে শুধু কসমেটিকস রয়েছে। কিন্তু ব্যাগেজটি স্ক্যানিং করার সময় ভেতরে অলংকারসদৃশ বস্তুর অস্তিত্ব খুঁজে পান শুল্ক কর্মকর্তারা। পরে ব্যাগেজটি খুলে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ভারী একটি ব্রেসলেট, একটি চুড়ি এবং একটি আংটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।

শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দিয়ে এসব অলংকার দেশে আনা হয়েছিল বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনায় যাত্রী আবু জায়েদকে আটক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ৬০ কেজির অতিরিক্ত ব্যাগেজ আনার ক্ষেত্রে নির্দিষ্ট শুল্ক পরিশোধ করার নিয়ম রয়েছে। কিন্তু ওই যাত্রী কসমেটিকসের আড়ালে স্বর্ণ লুকিয়ে এনে আইন লঙ্ঘন করেছেন। মিথ্যা ঘোষণা দিয়ে আনা এসব অলংকার আটক করা হয়েছে।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়