ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলায় নিহত ২, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩৮, ৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলায় নিহত ২, আহত ৬

যুক্তরাষ্ট্রে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভির। 

প্রতিবেদনে বলা হয়, উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে।

আরো পড়ুন:

সল্টলেক সিটি পুলিশের মুখপাত্র গ্লেন মিলস জানান, শহরের দ্য চার্চ অব জিজাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস'-এর সভাকক্ষের পার্কিং লটে আকস্মিক গুলিবষর্ণের এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সে সময় গির্জার ভেতরে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল।

‘দ্য চার্চ অব জিজাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস’-এর মুখপাত্র স্যাম পেনরড বুধবার রাতে এক বিবৃতিতে বলেন, এই ট্র্যাজেডিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করছি। কোনো উপাসনার পবিত্র স্থান কেন এই ধরনের সহিংসতার শিকার হবে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”

একটি সন্দেহভাজন গাড়ি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের ব্যাপারে তাদের কাছে একাধিক তথ্য রয়েছে। তবে বন্দুকধারী একজন না কি একাধিক, সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নয়।

বর্তমানে কোনো সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়নি।

এফবিআই সল্টলেক সিটি অফিস এক্স-এ (সাবেক টুইটার) একটি বিবৃতিতে বলেছে, ‘আমরা সল্টলেক সিটির ঘটনাটি সম্পর্কে অবগত এবং আইন প্রয়োগকারী অংশীদারদের সহায়তা করছি।"

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়