শীতার্ত মানুষের পাশে দাঁড়াল গ্রীন এইচআর ফাউন্ডেশন
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
গ্রীন এইচআর ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল পয়েন্টগুলো ঘুরে শীতবস্ত্র বিতরণ করা হয়
দেশজুড়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে বিপর্যস্ত অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সামাজিক ও পেশাজীবী সংগঠন গ্রীন এইচআর ফাউন্ডেশন। প্রতিবছরের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ বছরও সংগঠনটি প্রায় ৫০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত ও পথচারী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। হাড়কাঁপানো শীতে কষ্ট পাওয়া মানুষের কাছে সরাসরি পৌঁছে গিয়ে গ্রীন এইচআর ফাউন্ডেশনের সদস্যরা এই শীতবস্ত্র তুলে দেন। ঢাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল পয়েন্টগুলোতে ঘুরে ঘুরে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
এবারের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি গ্রীন এইচআর ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়। সংগঠনের সদস্যরা ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রমে সম্পৃক্ত হয়ে মানবিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।
গ্রীন এইচআর ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম জাহিদ হাসান বলেন, “অন্যান্য বছরের তুলনায় এ বছর শীতের তীব্রতা বেশি। এ সময় সমাজের অসহায় মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছে। তাই তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, সামাজিক দায়বদ্ধতারও অংশ। আমরা প্রত্যাশা করি, এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
গ্রীন এইচআর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রওশন আলী বুলবুল বলেন, “একটি সমৃদ্ধ ও টেকসই সমাজ গঠনে শিক্ষা ও মানবিক সেবা—এই দুইয়েরই সমান্তরাল প্রয়োজন রয়েছে। গ্রীন এইচআর ফাউন্ডেশন কেবল তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ নয়; মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের কাছে সবচেয়ে বড় সার্থকতা। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎ পথচলাকে আরো শক্তিশালী করবে।”
শীতবস্ত্র বিতরণকালে গ্রীন এইচআর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরাম হোসেন বলেন, “আমাদের লক্ষ্য একটি মানবিক ও দক্ষ জাতি গঠন করা। একদিকে আমরা সাপ্তাহিক পাঠচক্রের মাধ্যমে জ্ঞানচর্চা চালিয়ে যাচ্ছি, অন্যদিকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দিচ্ছি। গ্রীন এইচআর ফাউন্ডেশন কেবল পেশাদার দক্ষতা উন্নয়নে নয়, মানবিক দায়িত্ব পালনে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি গ্রীন এইচআর ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে জ্ঞান ও মনন বিকাশে অনন্য ভূমিকা রেখে চলেছে। সংগঠনটির অন্যতম প্রধান কার্যক্রম হলো প্রতি শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত নিয়মিত পাঠচক্র। সম্প্রতি এই পাঠচক্র সফলভাবে ৩৩৭তম সপ্তাহ অতিক্রম করেছে। উন্মুক্ত এই পাঠচক্র বর্তমানে পেশাজীবী ও তরুণদের জ্ঞানবিনিময়ের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়েছে।
গ্রীন এইচআর ফাউন্ডেশন বাংলাদেশে মানবসম্পদ উন্নয়ন, আধুনিক এইচআর চর্চা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন। সম্প্রতি প্রতিষ্ঠানটি দেশব্যাপী ৫ হাজার পেশাজীবীকে প্রশিক্ষণ প্রদান এবং ২০টি জেলায় কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে।
ঢাকা/ইভা