রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই কিশোর নিহত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় দুই কিশোর প্রাণ হারিয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোর হলো— আবু সুফিয়ান (১৪) ও মুহাম্মদ আকিব (১৪)। তারা দুজনেই স্থানীয় বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে দুই কিশোর একটি মোটরসাইকেলে করে কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে চারাবটতল এলাকার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু সুফিয়ানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে সে মারা যায়।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানিয়েছেন, নিহত দুই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/রেজাউল/রফিক