ঢাকা     শুক্রবার   ০৯ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইছামতি নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ৮ জানুয়ারি ২০২৬  
ইছামতি নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে জুয়েল রানা (২৪) নামে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা তার লাশ উদ্ধারের তথ্য জানান। 

নিহত জুয়েল রানা মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের আনারুল হকের ছেলে।

আরো পড়ুন:

বিজিবির ঝিনাইদহ ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে জুয়েল রানা বাড়ি থেকে শূন্য লাইনের প্রায় দুইশত গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে ঘাস কাটার কাজে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। জুয়েল রানা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার সকালে জুয়েলের পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিজিবিকে বিষয়টি জানায়। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানায় আচ্ছাদিত স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের পাশে ক্ষেতে জুয়েলের ব্যবহৃত প্যান্ট ও শার্ট পাওয়া যায়।

বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে জুয়েল নদীতে পড়ে যান। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। 

মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজাদুর রহমান সাজ্জাদ  জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের কয়েকটি স্থানে চামড়া উঠে যাওয়ার মতো ক্ষত রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ক্ষতের বিষয়ে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। 

ঢাকা/সোহাগ/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়