ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম-৯: আপিলেও টেকেনি জামায়াতের ফজলুল হকের প্রার্থিতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১২:৪৫, ১২ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-৯: আপিলেও টেকেনি জামায়াতের ফজলুল হকের প্রার্থিতা

এ কে এম ফজলুল হক

দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ কে এম ফজলুল হকের বালিত হওয়া প্রার্থিতা আপিলেও টেকেনি।

সোমবার (১২ জানুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে তার আবেদনটি নামঞ্জুর করা হয়। প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন ফজলুল হক।

আরো পড়ুন:

ইসি সূত্রে জানা গেছে, ফজলুল হক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করার দাবি করলেও রবিবার শুনানিকালে এর স্বপক্ষে প্রয়োজনীয় ও বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এর আগে, একই কারণে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন চট্টগ্রাম-৯ আসনে ফয়জুল হকের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। সোমবার নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তই বহাল রাখে।

প্রার্থিতা ফিরে না পেয়ে জামায়াত নেতা ফজলুল হক সাংবাদিকদের বলেন, “আমার প্রতি বৈষম্য করা হয়েছে। বিএনপির অনেক প্রার্থী দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র সাবমিট না করেও মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা ফিরিয়ে দেয়নি।” 

চট্টগ্রাম-৯ আসনে ফজলুল হক তার হলফনামায় দাবি করেছিলেন, গত ২৮ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে সেই দাবির সপক্ষে দালিলিক প্রমাণ উপস্থাপন করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন দলটির দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। জামায়াত ও বিএনপিসহ এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়