ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাথরঘাটায় যৌথ অভিযানে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ১১

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ১৭ জানুয়ারি ২০২৬  
পাথরঘাটায় যৌথ অভিযানে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ১১

বরগুনায় যৌথবাহিনীর অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

বরগুনার পাথরঘাটায় নির্বাচন কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে বিভিন্ন মামলার আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপি ও জামায়াত রাজনৈতিক দলের নেতা ও কর্মী। পাথরঘাটা থানা পুলিশ এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক ব্যক্তি সম্প্রতি রাজনৈতিক সহিংসতায় হওয়া বিভিন্ন ফৌজদারি মামলার আসামি। অভিযানের সময় ৮টি অবৈধ যানবাহন আটক করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতভর এই অভিযানে বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং থানা পুলিশের সদস্যরা অংশ নেয়।

গ্রেপ্তাররা হলেন, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম (৫৮), হৃদয় মোল্লা (১৯), ইমরান মোল্লা (১৮), এমদাদুল হক (৩০), মো. ওমরসানী (৩০), মো. মুন্না (২৪), মো. নাসির (২২), মো. মোস্তফা (৪০), তোয়া ইব্রাহিম (৩২), পাথরঘাটা পৌর জামায়াতের সদস্য মো. নাসির চৌধুরী এবং ছাত্রশিবির নেতা আব্দুর রহমান।

গত ১৩ জানুয়ারি সন্ধ্যার পর পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট চৌরাস্তা এলাকায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারী গুরুতর আহত হন।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার প্রধান ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

গত এক সপ্তাহে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধির তোয়াক্কা না করে প্রচারকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। এমনকি রাতে আতঙ্ক ছড়াতে লাঠি মিছিল করে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলার অবনতি হলে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।

ঢাকা/ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়