ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা সদস্য আহত

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৫৮, ১৭ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা সদস্য আহত

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর একটি টহল গাড়ি খাদে পড়ে ৪ সেনা সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর একটি টহল দল মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চার সেনা সদস্য আহত হয়েছেন।

মহেশপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর নাবিদ বিন জামান বলেন, আহত সেনা সদস্যদের কারো অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ক্যাম্পে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেছেন। তাকে আটকে অভিযান চলছে।

ঢাকা/শাহরিয়ার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়